ছোট্ট তানজিদের গলা কেটে বালুচাপা দেওয়া হয়েছিল, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট সময়
রবিবার, ১২ মার্চ, ২০২৩
৩১
নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চর থেকে তানজিদ সরকার (৯) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) সকালে উপজেলার পশ্চিম জোতপাড়া এলাকার যমুনা নদীর বালুরচর থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু তানজিদ গাজীপুরের গাছা উপজেলার কুনিয়া গ্রামের লতিফ সরকারের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এর আগে শনিবার সকালে বাড়ি থেকে ঘুরতে বেরিয়ে সে নিখোঁজ হয়।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া পূর্বপাড়ার মাখন মিয়ার ছেলে সোহাগকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, শিশু তানজিদ সরকার শনিবার সকালে বাড়ি থেকে ঘুরতে বের হয়ে আর ফেরেনি। এরপর শিশুর স্বজনরা সোহাগের বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ রবিবার ভোরে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যমতে চৌহালী থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে শিশু তানজিদের মৃতদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে গলাকেটে হত্যার পর যমুনা নদীর চরে বালুর নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।