বিপদের সময়ে দলের হাল ধরতে জুড়ি ছিল না স্টিভ ওয়াহর। চাপ মাথায় নিয়ে ব্যাট হাতে অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তার নেতৃত্বে বিশ্বকাপও জিতেছে অজিরা। তবে সাবেক সতীর্থ শেন ওয়ার্নের চোখে তিনিই সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার।
এ নিয়ে মুডির টুইট, ‘২৪ ঘণ্টা খেটে স্টিভ ওয়াহর এই ভিডিওটা বানাচ্ছি। কাজ প্রায় শেষ হয়ে গেছে।
ওয়াহ ৭৩ বার তার পার্টনারকে রানআউট করেছে। ও মাই গড!’
রিটুইটে শেন ওয়ার্ন লিখেছেন, ‘ওয়াও! স্টিভ ওয়াহ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান আউটে জড়িত। এবং তার পার্টনার ৭৩ বার আউট হয়েছে। এটা কি সঠিক নয়?’
এরপর রব মুডি ভিডিওটা টুইটারে পোস্ট করলে আবারও রিটুইট করেন ওয়ার্ন। সেখানে লিখেছেন, ‘আমি হাজারবার বলেছি, আবারও বলছি- স্টিভ ওয়াহকে আদৌ ঘৃণা করিনি। সম্প্রতি তাকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশেও রেখেছি। তবে আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার হলো স্টিভ। এই দেখুন পরিসংখ্যান….।’