বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৫৪ অপরাহ্ন

স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৮
বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক অশান্তির কারণে সৌদিপ্রবাসী স্বামীকে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে মৌসুমী আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট উপজেলার কলেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৌসুমী আক্তার উপজেলার কান্তনগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করেন।

আরো পড়ুন: মেক্সিকোতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক নিহত

প্রায় দুই বছর পর এক মাস আগে সৌদি আরবের কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে ১৮ মে বাড়ি থেকে ফের সৌদি আরব কর্মস্থলে যান জাহাঙ্গীর আলম।এ অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৌসুমী আক্তার মোবাইল ফোনে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলতে থাকেন।

শেয়ার করুন

আরো খবর