একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের শুরু হয়। এ সময় স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে মৌসুমী আক্তার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়ে।