উপকূলের হাজারো কৃষকের স্বপ্ন এখন ভাসছে বৃষ্টির পানিতে। বৈরী আবহাওয়ায় সারাদেশে চলছে ভারী বর্ষণ,তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় ধান,করলা,লাউ,মরিচ,পেঁপে সহ একাধিক ফসল বৃষ্টির পানিতে ডুবে আছে। বুক ভরা স্বপ্ন নিয়ে কৃষকরা যে আশার আলোর অপেক্ষায় ছিল এতদিন তা টানা বর্ষণে নিমিষেই শেষ হয়ে গেছে।
আরো পড়ুন: জন্মদিনে পরীমনির ছেলে রাজ্যর নতুন নাম
গত শুক্রবার (০৪ আগষ্ট) বিকেল থেকে বুধবার (১০ আগষ্ট) সকাল পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চলের অনেক ফসলি ক্ষেত।উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মোস্তফাপুর এলাকায় বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় পুরো বিলে শুধু পানি আর পানি। বেশিরভাগ কৃষকের ক্ষেত গুলোই তলিয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকার কৃষি।নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক জাকির হোসেন বলেন,এ বছর আমি ২ একর জমিতে মরিচ এবং করোলা চাষ করেছিলাম ফলনও অনেক ভালো হয়েছিলো,কিন্তু টানা বর্ষণে আমার সমস্ত ক্ষেত তলিয়ে গেছে সব গাছগুলো মরে যাচ্ছে।
নেক পরিশ্রম করে বাড়ির পাশের জমিতে একটি পেঁপে বাগান করছি। কিন্তু বৃষ্টির পানি এতটাই বেড়েছে যে, পুরো খেত তলিয়ে গেছে।গাছগুলো সব শুকিয়ে যেতে শুরু করছে। এইভাবে বৃষ্টি থাকলে গাছগুলো সব মরে যাবে।এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এমআর সাইফুল্লাহ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মৌসুমী সবজির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বর্তমানে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমাদের একটি টিম কাজ করছে। তবে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছি।উল্লেখ্য,উপজেলায় এ বছর বর্তমানে মোট ৩৮০হেক্টর জমিতে বিভিন্ন কৃষি দেয়া হয়েছে। এবং আশানুরূপ ফসল উৎপাদনের সম্ভবনাও রয়েছে বলে মনে করছে উপজেলা কৃষি অফিস।