বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৫

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকা থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে কুলাউড়া উপজেলার রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।নিহত রাসেল মিয়া (৪০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের প্রয়াত শহীদ মিয়ার ছেলে।

আরো পড়ুন:নোয়াখালীতে বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা

রাসেলের সঙ্গে থাকা আরেক সহকর্মী চিনু মিয়া জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেন বলেন, গতকাল রাত ২টায় লাশ জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন:খাতায় লিখে দিচ্ছিলেন শিক্ষক এসএসসি পরীক্ষার্থীর

শেয়ার করুন

আরো খবর