রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী বাসের চাপায় রাকিব হাসান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাকিব হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অফিস থেকে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় যুবক নিহত
তিনি আরও জানান, নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে তার নাম-পরিচয় পাওয়া যায়। নিহত ব্যক্তি যাত্রাবাড়ীর ধলপুর ৭/১/এ নম্বর বাসায় থাকতেন। এই ঘটনায় সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ফ্লাইওভারে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ছিটকে পড়ে শিক্ষার্থী নিহত