কলেজগুলো হচ্ছে- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগর কলেজ, সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ, পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিঙ্গার দবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ, বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাট পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজ, কালীগঞ্জ উপজেলার দুহুলি এস সি হাই স্কুল অ্যান্ড কলেজ, ও হাতিবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ।এ ছাড়া নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চেরাডাঙ্গী হাই স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর নলডাঙ্গা মহিলা কলেজ, এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সংকা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।
আজ বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি ফল ঘোষণার সময় এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান।