রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।বুধবার (২২মার্চ) সকালে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১৮৪ পিস ইয়াবা, ৮ কেজি ৯৩০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৮৭ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।ইমরান হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ মার্চ ২০২৩ (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।