‘গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হলো ফলজ, বনজ ও ওষধি গাছের চারা। আজ মঙ্গলবার গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের আয়োজনে ৬টি এরিয়ার শেরপুর, শ্রীবরদী ও বকশিগঞ্জসহ ৬২টি শাখা অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫৬০টি গাছের চারা বিতরণ করা হয়।এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন শেরপুর গ্রামীণ ব্যাংক জোনের জোনাল ম্যানেজার আবুল হোসেন। তিনি শ্রীবরদীর ও পার্শ্ববর্তী বকশিগঞ্জ গ্রামীণ ব্যাংক অফিস মাঠে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।তিনি বলেন, ‘জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীকে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন।
আরো পড়ুন:১৩ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
এ লক্ষে বৃক্ষ রোপণ মৌসুমে গ্রামীণ ব্যাংকের শেরপুর জোনের ৬টি এরিয়ার ৬২টি অফিসের সদস্যদের মাঝে ৭ লাখ ৩৬ হাজার ৫৬০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। যাতে এক খণ্ড জমিও পতিত না থাকে।’ এ সময় উপস্থিত সদস্যদের বেশি করে বৃক্ষ রোপণের পরামর্শ দেন তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের জোনাল অডিট অফিসার এমদাদুল হক, বক্সীগঞ্জ এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম ও এরিয়া ম্যানেজার সেলিম মিয়া প্রমুখ। এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি।এতে তাদের বৃক্ষের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলজ, বনজ ও ওষধি গাছে।
আরো পড়ুন:কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ