শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন

সহিংস উগ্রবাদ প্রতিরোধে জোর দিয়েছে এটিইউ

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪

জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি এখন সহিংস উগ্রবাদ প্রতিরোধে বহুমুখী কার্যক্রমে জোর দিয়েছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। কর্মশালা-আলোচনা সভা ছাড়াও ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ নামে একটি কাউন্টার ন্যারেটিভ (পাল্টা ব্যাখ্যা) সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধে গত অর্থবছরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৯০০ পুলিশ কর্মকর্তাকে। সেই সঙ্গে উগ্রবাদের কারণ অনুসন্ধান এবং প্রতিকারে দুটি গবেষণা কার্যক্রম চলছে।

 

জঙ্গি দমনে গঠিত পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১৭ সালের সেপ্টেম্বরে এই ইউনিটের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। তবে সব প্রস্তুতি শেষে আরও দুই বছর পর তারা অভিযানিক কার্যক্রম শুরু করে।এটিইউপ্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এস এম রুহুল আমিন সমকালকে বলেন, জঙ্গিবাদ দমনে গ্রেপ্তার অভিযান ও প্রতিরোধ কার্যক্রম– দুটোই চলমান। সহিংস উগ্রবাদ দমন এবং প্রতিরোধে এটিইউর কার্যক্রম এরই মধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছে।এটিইউ তার লক্ষ্য অর্জনে কতটা অগ্রসর হতে পেরেছে তা নিয়ে অনেকের প্রশ্ন আছে। এ প্রসঙ্গে এটিইউর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, শুধু গ্রেপ্তার বা মামলার পরিসংখ্যান দিয়ে বিবেচনা করলে ইউনিটটির সামগ্রিক কার্যক্রম স্পষ্ট হবে না। এটিইউ তৈরির মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদ দমন ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ।

 

আরো পড়ুন:বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

 

জঙ্গিবাদ এমন একটি ক্ষেত্র যে গ্রেপ্তার করেই তা দমন সম্ভব নয়। এ কারণে বিশেষ এ ইউনিট জোর দিয়েছে উগ্রবাদ প্রতিরোধে। এটিইউ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) যৌথভাবে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে কাজ করছে। ছয়টি বিভাগীয় শহরে এটিইউ এ-সংক্রান্ত টেকনিক্যাল নিড অ্যানালাইসিস ও কর্মশালা পরিচালনা করেছে। উগ্রবাদ প্রতিরোধে করণীয় নির্ধারণে এটিইউ নিয়মিত গণমাধ্যম, সুশীল সমাজ, আলেম-ওলামা ও তালিবুল ইলমদের (মাদ্রাসা শিক্ষার্থী) সঙ্গে মতবিনিময় ও কর্মশালা পরিচালনা করছে।

আরো পড়ুন:রূপপুরে ইউরেনিয়াম আসবে ২৮ সেপ্টেম্বর, হস্তান্তর ৫ অক্টোবর

শেয়ার করুন

আরো খবর