আদালতে মামলা করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আবেদন এবং আদেশ বা রায়ের অনুলিপি সংগ্রহের প্রতিটি পর্যায়ে সরকারকে নির্ধারিত ফি দিতে হয়। আদালতে এটি ‘কোর্ট ফি’ নামে পরিচিত। অন্যদিকে জমি কেনা বা হস্তান্তর করতেও রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হয় বিভিন্ন দামের রেভিনিউ/জুডিশিয়াল স্ট্যাম্প।
কিন্তু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এই কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্পের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে দেশের উচ্চ ও অধস্তন আদালতে হওয়া মামলা গ্রহণের পাশাপাশি জমি নিবন্ধনসহ নানা ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আবার যেখানে কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে চড়ামূল্যে। স্বল্পতা রয়েছে কার্টিজ পেপারেরও। এতে বিপাকে পড়েছেন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্টরা।দেশের সব জেলা প্রশাসন কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প সরবরাহ করা হয়ে থাকে। জানা গেছে, ঢাকা জেলা প্রশাসন থেকে গত ১৮ জুন সর্বশেষ কোর্ট ফি ভেন্ডরদের সরবরাহ করা হয়েছিল। এর পর আর কোনো কোর্ট ফি সরবরাহ করা হয়নি।
আরো পড়ুন:রাজধানীর বাইরে ডেঙ্গু চিকিৎসায় বিশৃঙ্খলা
এ পরিস্থিতিতে নির্ধারিত কোর্ট ফি ছাড়াই বর্তমানে উচ্চ আদালতে মামলা গ্রহণ করা হচ্ছে। আপাতত মামলাগুলো গ্রহণ করে ক্রমানুসার (এন্ট্রি) নম্বর দেওয়া হচ্ছে। এসব মামলা শুনানির সময় সংশ্লিষ্টদের কোর্ট ফি দাখিলের জন্য বলা হয়েছে। একই অবস্থা ঢাকাসহ দেশের অন্যান্য জেলার অধস্তন আদালতেও। বাজারে সংকট রয়েছে রেভিনিউ স্ট্যাম্পেরও।বিষয়টি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের নজরে নেওয়া হলে তিনি সমকালকে বলেন, চাহিদা অনুযায়ী কোর্ট ফি ও রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করছি, শিগগির সংকট কেটে যাবে।