কুমিল্লার বরুড়ায় রক্তঋণ প্রবাসী ফোরাম কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বটতলী যুদ্ধ দিবস উপলক্ষে সোমবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় রক্তঋণ সামাজিক সংগঠন কর্তৃক বটতলী শহীদ স্মৃতি স্তম্ভের সামনে বিভিন্ন রকমের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
আরো পড়ুন:বিশ্বকাপের আগে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের নাজেহাল অবস্থা
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা যুদ্ধ কালিন কমান্ডার ও সাবেক সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা, পয়াল গাছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ বাবলু স্মৃতি সংসদের সভাপতি কাজী মোঃ মিজানুর রহমান, সুদ্রা তৈয়ব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, রক্তঋণ সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য কাজী মমিন উল্লাহ ভুইয়া, সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, পয়ালগাছা ইউনিয়ন কমিটির সহ সভাপতি আরমান মজুমদার, সাধারন সম্পাদক হাসনাত অন্তর, সহ অন্যান্য অতিথি ও সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:ঢাকায় সমাবেশসহ সারা দেশে ১২ দিনের কর্মসূচি দিল বিএনপি