একতরফা তফসিল ঘোষণার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। সোমবার রাজধানীতে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিলপরবর্তী পথসভায় তিনি এমন মন্তব্য করেন। মিছিলটি মিরপুর-২ মসজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিড়িয়াখানা রোডে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
আরো পড়ুন:শান্তিনগরে বিএনপি নেতা জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ
তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা ও একগুঁয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা বিরোধী দল বাদ দিয়ে নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। একতরফা তফশিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে।
আরো পড়ুন:সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
মাহফুজুর রহমান বলেন, সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোভাব দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকারের সীমাহীন কূটনৈতিক ব্যর্থতা দেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করছে। তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র, উন্নয়ন সহযোগী দেশ ও দাতা সংস্থার কোনো কথায় আমলে নিচ্ছে না। বরং তাদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।