বিশ্বকাপে পুরুষ ক্রিকেট দল যখন একের পর এক হতাশার গল্প লিখেছে, ঠিক তখনই স্বস্তির সুবাতাস বইয়ে ইতিহাস গড়েছে নারী ক্রিকেটাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জিতেছে জ্যোতি-ফারজানারা। তবে এত অর্জনের মধ্যেও নানান আক্ষেপ ছিল তাদের। দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা।হঠাৎ করেই দেশের গণমাধ্যমে চাউর হয়, নারী ক্রিকেটারদের গত ৫ মাস ধরে বেতন হচ্ছে না। জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে এখনও চুক্তি না হওয়ায় কারণেই বেতনের জটিলতা তৈরি হয়েছে।
আরো পড়ুন:নারী ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
এ বিষয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল জানিয়েছেন, এটা সত্য আসলে। তবে আমি বিষয়টি জানতাম না, বেশি সময় পেরিয়ে গিয়েছে। ৫ মাস আগে নতুনভাবে বেতনের তালিকা দিয়েছিলাম, এরপর বোর্ডে অ্যাপ্রুভ করার পরে হবে বেতন। আমরা তো দিয়ে দিয়েছি সব। আমাকে কেউ আসলে আর ইনফর্ম করেনি পরে।
আরো পড়ুন:যুবরাজ সিংয়ের বায়োপিক নিয়ে আসছেন আমির খান!
তিনি আরও যোগ করেন, এটা বোর্ড থেকেই পরে একাউন্টসে পাঠানোর কথা। তবে মেয়েরা এটা নিয়ে কোনো কথা বলেনি, কোনো ইস্যু বানায়নি। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। বোর্ডে আমার পক্ষ থেকে যা দেওয়া,র সেটা আমি দিয়েছি। সিইওকে বলেছি দ্রুত এর সমস্যা সমাধান করতে। পাপন ভাইকেও বলেছি, উনিও এটার সমাধানের জন্য আদেশ দিয়েছেন।