শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না : ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

তিন রাজনৈতিক দলকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র পাঠানো চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:তফসিল ঘোষণা বুধবার

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে। ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া তিন রাজনৈতিক দলকে ডোনাল্ড লু’র পাঠানো চিঠি সংলাপের কি না, সে বিষয়ে কমিশন অবগত নয় বলে জানান জাহাংগীর আলম।

এর আগে, বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি