শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ অপরাহ্ন

আহত সাংবাদিকের জন্য নিজের গাড়ি পাঠিয়ে দিলেন রানী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

শোবিজ অঙ্গনে তারকা ও বিনোদন সাংবাদিকদের সম্পর্কটা যে খুব বেশি মধুর হয় না, তা কমবেশি সবারই জানা। পাপারাজ্জিদের কারণে প্রায়ই যেমন বিরক্ত হন তারকারা, তেমনি তারকাদের গোমরের অনেক তথ্য প্রকাশ্যে এনে চিন্তায় ফেলে দেন তারা। প্রায়ই খবরের শিরোনামে দেখা যায়, পাপারাজ্জিদের ওপর ক্ষুব্ধ অমুক তারকা। কেউ কেউ আবার তাদের ক্যামেরা দেখলেই আড়ালে থাকেন। তবে রানী মুখার্জি এমন একজন, যিনি সবসময় হাসিমুখেই সামলেছেন পাপারাজ্জিদের। বিনোদন সাংবাদিক মহলে তার কদরও যথেষ্ট। তেমনই আরেক নজির গড়লেন অভিনেত্রী।

আরো পড়ুন:প্রথমবার কলকাতার সিনেমায় কাজল

সম্প্রতি বলিউডের দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন রানী মুখার্জি। সেখানেই এক পাপারাজ্জি অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে ব্যথা পান। সেই ঘটনা নজরে আসতেই দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। আহত ব্যক্তির জন্য নিজের গাড়ি পাঠিয়ে দেন তিনি। আর রানী মুখার্জির এমন মানবিক আচরণে মুগ্ধ হয়েই গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন সেই সাংবাদিক।

তিনি জানান, গাড়িতে বসা রানীর কিছু ছবি তুলতে গিয়ে এক সহকর্মীর ধাক্কায় আহত হন তিনি। তখন রানী চালককে গাড়ি থামাতে বলেন। সেই ফটো সাংবাদিকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি গাড়িতে করে তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পাঠান। বছরখানেক আগে ওই ফটো সাংবাদিককে একইভাবে সাহায্য করেন শাহরুখ খানও। সে কথাও জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি