মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন

বিএনপিপন্থী ৭ আইনজীবীকে তলব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির বিষয়ে সংবাদ সম্মেলন ও মিছিল, সমাবেশের ব্যাখ্যা দিতে বিএনপির ৭ শীর্ষ আইনজীবী নেতাকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী ১৫ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আরো পড়ুন:১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

আইনজীবী নেতারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

আরো পড়ুন:সারাদেশে ২১১ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজী কামরুল ইসলাম সজল বলেন, আদালত আদেশ দিয়েছেন। বিষয়টি আমরা পর্যালোচনা করে আইনগত সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি