এএফসি কাপের গ্রুপ পর্বের ফিরতি লেগে ভারতের ক্লাব মোহনবাগানের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৭ নভেম্বর) কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত ৮টায় । অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বসুন্ধরা কিংস।
ফিরতি লেগ হলেও মোহনবাগানের বিপক্ষে জিতে গ্রুপের শীর্ষে উঠতে চান কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। ব্রুজনের ভাষ্য, আমরা এই মাঠে এখনো অপরাজিত আছি। আশা করি আজও তা ধরে রাখতে পারবো। এইতো সপ্তাহ দু’য়েক পূজার কারণে মোহনবাগানের সঙ্গে বসুন্ধরা অ্যাওয়ে ম্যাচ খেলেছে ভুবনেশ্বরে। সেখানে মোহনবাগানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল কিংস। সেখানে গ্যালারি ছিল ফাঁকা। আজ ম্যাচ হবে কিংস অ্যারেনায়, যা বসুন্ধরা কিংসের হোম গ্রাউন্ড।
আরো পড়ুন:তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি
অন্যদিকে অভিন্ন লক্ষ্য মোহনবাগানের। তবে এখান থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারলেও খুশি দলটির কোচ জুয়ান ফার্নান্দো। জুয়ান ফার্নান্দোর মন্তব্য, আমাদের দলের মানসিকতা ওভাবেই গড়ে উঠেছে। খেলাটা ৯০ মিনিটের, হবে সেটা সবুজ ঘাসের মাঠে। সেটা একই থাকবে। গ্যালারিতে মোহনবাগানের পক্ষে গর্জন আছে কি না সেটা নিয়ে আমরা ভাবি না। ম্যাচটা গুরুত্বপূর্ণ, তাই এটা জিতে আমাদের তিন পয়েন্ট অর্জন করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।