সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ন

ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন রাজ্জাক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক বিশ্বকাপ পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে বেশ সরব। বেশ কিছুদিন ধরে বাবর আজমসহ দলের প্রত্যেকেরই সমালোচনা করছেন রাজ্জাক। মঙ্গলবার বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে পিসিবির সমালোচনায় রাজ্জাক টেনে এনেছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ নিয়ে বিতর্ক শুরু হতেও দেরি হয়নি। শেষ পর্যন্ত এ ঘটনায় ক্ষমাই চাইতে হলো রাজ্জাককে।

আরো পড়ুন:সাইফকে বিয়ে করার কারণ জানালেন কারিনা

এক ভিডিও বার্তায় রাজ্জাক বলেছেন, ‘আমি আবদুল রাজ্জাক। গতকাল সংবাদ সম্মেলনে আমরা ক্রিকেট কোচিং ও তার উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রাইয়ের নাম নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’

আরো পড়ুন:৩ দিনে ২০০ কোটি আয় টাইগার থ্রি’র

সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে পিসিবির আরও উদ্যোগী হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ঐশ্বরিয়ার উদাহরণ টেনেছিলেন রাজ্জাক। তিনি বলেছিলেন, ‘আপনি যদি মনে করেন ঐশ্বরিয়া রাইকে বিয়ে করে একটা ভালো ও ধার্মিক বাচ্চার জন্ম দেবেন, সেটা তো হবে না। আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি