সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান নাকচ আওয়ামী লীগের

নিজিস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন, তাই এখন আর সংলাপের সুযোগ নেই। বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময়ও চলে গেছে।অন্যদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবেন তারা।

আরো পড়ুন: গণমিছিল নিয়ে ইসি অভিমুখে ইসলামী আন্দোলন

গতকাল বুধবার সচিবালয়ে ওবায়দুল কাদের ও পিটার হাসের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন বক্তব্য দেন তারা। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে শর্তমুক্ত সংলাপের তাগিদ দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। শুনেছি, এমন দুটি চিঠি বিএনপি ও জাতীয় পার্টির কাছেও দেওয়া হয়েছে। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই।

আরো পড়ুন: 

তিনি বলেন, সংলাপ যদি করতে হয়, সেটা তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। বিষয়টা এমন নয়, শুধু দুটি দল বা কয়েকটি দলের সঙ্গে সংলাপ করলেই হবে। সেটা শতাধিক দলের সঙ্গেও হতে পারে। তো এ সময়ে কখন সংলাপ হবে, কখন নির্বাচন প্রক্রিয়া চলবে, সেটা একটা বিষয়। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে চিঠির ব্যাপারে কথা বলতে পারব। পারলে আজকেই তাঁর সঙ্গে আলাপ করব। তাছাড়া দলের নির্বাহী কমিটির সহকর্মীদের সঙ্গেও আলোচনা করা দরকার। কারণ, দলের চিন্তাভাবনার দৃষ্টিকোণ থেকেই আমরা চিঠির জবাব দেব।

আরো পড়ুন: প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন শেহনাজ

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি