মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সর্বমোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন: ৩ দিনে ২০০ কোটি আয় টাইগার থ্রি’র

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন।

ঘোষিত তপশিলকে তামাশা দাবি করে একে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও সমমনা কয়েকটি দল। তপশিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বেশ কয়েকটি দল। এমন প্রেক্ষাপটে সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

আরো পড়ুন: তফসিল ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি