শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:১২ অপরাহ্ন

নির্বাচন ভবনের আশপাশে আজও নিরাপত্তা করাকড়ি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
তফসিল ঘোষণা কেন্দ্র করে গতকাল বুধবার বিকেল থেকেই নিরাপত্তা বাড়ানো হয় নির্বাচন ভবন ও আশপাশের এলাকায়। আজ বৃহস্পতিবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছে। সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। নিয়োজিত আছেন র‌্যাব ও বিজিবির সদস্যরাও।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান নাকচ আওয়ামী লীগের

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে গিয়ে দেখা যায়, প্রধান সড়কে যানবাহন চলাচল পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। নির্বাচন ভবনের সবগুলো প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট। সেখানে জিজ্ঞেসাবাদ করে নির্বাচন ভবনের দিকে যেতে দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচন ভবনের ভেতরে দর্শনার্থীদের প্রবেশের বিষয়ে কড়াকড়ি চলছে।দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, তফসিল ঘোষণার পর কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এদিকে ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখতে হবে। আইডি কার্ড ছাড়া কেউ নির্বাচন ভবনে প্রবেশ করতে পারবেন না।

আরো পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি