মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার ১৫ ঘণ্টায় ১২ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী ১৫ ঘণ্টায় দেশজুড়ে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১২টি আগুনের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন:টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন, ক্ষতিগ্রস্ত তিনটি বগি

বিবৃতিতে জানানো হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে কোন আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস। তবে ঢাকার দোহার, টাঙ্গাইলে ২টি, বরিশাল বিভাগের ঝালকাঠিতে ১টি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জে ৫টি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, চাঁদপুরে ২টি, সিলেট সদরে ১টি আগুনের ঘটনা ঘটে।

আরো পড়ুন:ঘিওরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

এ ঘটনায় ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট ও ১১৬ জনবল কাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি