মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

অবরোধ সমর্থনে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিন সকালে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি গেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে দেন এবং শিল্পকলা একাডেমিসংলগ্ন চৌরাস্তায় বসে অবরোধ করেন। 

আরো পড়ুন:আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা কাল

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, ইকবাল হোসেন, কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক মো. আকরাম হোসেন টোটন, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির প্রমুখ।

আরো পড়ুন:ডোনাল্ড লু’র চিঠির জবাব দিল বিএনপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি