মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলন হবে। এ জন্য ভোর থেকেই সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। কিন্তু সেই যাওয়া আর শেষ হল না। এরই মধ্যে তাদের চলে যেতে হয়েছে না ফেরার দেশে। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও তিন পুলিশ সদস্য।

আরো পড়ুন:টহলে বের হয়ে দুর্ঘটনা, তিন পুলিশসহ আহত ৪

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, লোকাল থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- পুলিশ সদস্য জাকির হোসেন, ইব্রাহীম হোসেন, মিথোয়াইচিং মারমাসহ অজ্ঞাত সিএনজির চালক।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণের জন্য ভাঙ্গা থেকে একটি সিএনজিযোগে পাঁচজন পুলিশ সদস্য রওনা হন। এ সময় পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান ও গুরুত্বর আহত হন চালকসহ আরও তিন পুলিশ সদস্য। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সেখানে উদ্ধারকার্য চালায়। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি