মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ দিনের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

অনিবার্য কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ নভেম্বর ও ২০ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরো পড়ুন:সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

এদিকে, নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামী ১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিএনপি। অনেকেই বলছেন, অনিবার্য কারণের কথা বলা হলেও মূলত রোববার থেকে বিএনপি হরতাল ডাকায় এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি