শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

ভোটের দিন পেছানোর আহ্বান রাঙ্গার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার স্বার্থে ভোটের দিন পেছানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গভবন থেকে বের হয়ে এ আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:যথাসময়ে নির্বাচন চান রওশন এরশাদ

এর আগে, দুপুর ১২টার দিকে রওশর বঙ্গভবনে যান, সেখানে তিনি ঘণ্টাব্যাপী অবস্থান করেন। এ সময় তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, রাহগির আল মাহী এরশাদ সাদ, রওশন আরা মান্নান ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:রওশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন চুন্নুর

মশিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দল হিসেবে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি