শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন

শ্রম আদালতে ড. ইউনূস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

শ্রম আইনের মামলায় টানা চতুর্থবারের মতো আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে পুরাতন শ্রম ভবনের ৬ষ্ঠ তলায় জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন তিনি।

আরো পড়ুন:জামিন শুনানির অপেক্ষায় মির্জা ফখরুল

সরেজমিন দেখা গেছে, এদিন বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে একাধিক মামলা থাকায় ১২টা ২৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ড. ইউনূসকে। এসময় তিনি আদালতকক্ষের ভেতরে অপেক্ষমাণ আসনের দ্বিতীয় সারিতে বসে বই পড়া শুরু করেন।

আরো পড়ুন:খাদিজা কেন পরীক্ষার আগের দিন মুক্তি পেল না : আপিল বিভাগ

আদালতে ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি