শ্রম আইনের মামলায় টানা চতুর্থবারের মতো আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে পুরাতন শ্রম ভবনের ৬ষ্ঠ তলায় জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন তিনি।
আরো পড়ুন:জামিন শুনানির অপেক্ষায় মির্জা ফখরুল
সরেজমিন দেখা গেছে, এদিন বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে একাধিক মামলা থাকায় ১২টা ২৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ড. ইউনূসকে। এসময় তিনি আদালতকক্ষের ভেতরে অপেক্ষমাণ আসনের দ্বিতীয় সারিতে বসে বই পড়া শুরু করেন।
আরো পড়ুন:খাদিজা কেন পরীক্ষার আগের দিন মুক্তি পেল না : আপিল বিভাগ
আদালতে ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ যুক্তি-তর্ক উপস্থাপন করেন।