শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আরো পড়ুন:তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব

সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম কেনেন তিনি। তার পক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে মাশরাফী। গেল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরো পড়ুন:আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

মাশরাফী ছাড়াও এবার জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মাগুরা -১, ২ ও ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি