শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

‘সুরঙ্গ’ সিনেমার গানে নাচলেন দিঘী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

নির্মাতা রায়হান রাফি ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয় করানোর কথা বলে পরে বাদ দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী দিঘী। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস ও গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছিলেন এই নায়িকা। বিষয়টি নিয়ে নির্মাতা, ছবির নায়িকার নানা মন্তব্যের পর জল ঘোলা কম হয়নি। তবে সব কিছু ভুলে সেই সিনেমার গান ও নায়িকার সঙ্গে নাচলেন দিঘী।

আরো পড়ুন:অন্তরঙ্গ ছবি থাকবে ফোনের গ্যালারীতে : দীঘি

রোববার (১৯ নভেম্বর) রাতে একটি অনুষ্ঠানে তমা মির্জা ও দিঘীকে এক সঙ্গে নাচতে দেখা গিয়েছে ‘সুরঙ্গ’ সিনেমার গানে। আর সেই নাচের ভিডিও তমা মির্জাই তার ফেসবুকে শেয়ার করেছেন।

আরো পড়ুন:দিঘীকে ইঁচড়ে পাকা বললেন ডিপজল

এদিকে কিছুদিন আগে দিঘীর একটি ছবিকে ঘিরে প্রেমের গুঞ্জন উঠে। এরপর এই অভিনেত্রী বলেন, আমি বলব আমার কাছে এই বিষয়টি ভিত্তিহীন মনে হয়েছে। যারা ছোট্ট বেলার বন্ধুত্বটা বুঝবে না কিংবা যাদের সবকিছুতেই একটা করে ইস্যু করতে হবে তারা ছাড়া এই নিউজ কেউ করবে না, কেউ করতে পারে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি