রাজধানীর ডেমরার খাঁননগরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৫টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই জনকে আটক করা হয়েছে। এর আগে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র্যাব-৩। আটককৃতরা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)। ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরো পড়ুন:নবাবপুরে একটি বাড়ি থেকে ককটেলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ককটেলসহ দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করছে। তিনি আরও বলেন, প্রথামিকভাবে অভিযান শেষ হয়েছে। আটককৃতরা ককটেলের অন্যতম যোগানদাতা। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে।