মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৪০ পূর্বাহ্ন

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম।

ওসি মাহাবুব জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় ঘরে মনির ও ফিরোজ ককটেল তৈরি করছিলেন। রাত ২টার দিকে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:ডেমরা থেকে ১৫ ককটেল উদ্ধার, আটক ২

এ ঘটনায় হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি