আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। উক্ত নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
আরো পড়ুন:সাকিব পলিটিক্সের ‘পি’-ও জানে না : মিশা
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে মনোনয়ন ফরম জমা দেন সাকিব। ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ তিন আসনেই ফরম জমা দেন তিনি।
আরো পড়ুন:আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ‘ম্যাডাম ফুলী’
গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাকিব এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।