শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে আসতে চান ১১ উগান্ডান পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসতে চান ১১ উগান্ডান পর্যবেক্ষক। তারা আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স হয়ে ভোট পর্যবেক্ষণের অবেদন করেছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:বাংলাদেশে আসছে ইইউর এক্সপার্ট মিশন

তিনি জানান, উগান্ডার ১১ জন আসতে চান আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে। ইউরোপীয় ইউনিয়নের চার জন, এজেন্সি ফ্রান্স প্রেসের ১২ জন, ব্রিটিশ হাইকমিশনের একজন, আবুধাবি থেকে একজন, ভারতের এনডিটিভির দুইজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ান কংগ্রেসের তিনজন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের চার জন, সুইডিশ রেডিও থেকে একজন, জাপানের একজন, জার্মানির দুইজন (একজন সাংবাদিক), ইতালি থেকে একজন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের একজন ভোট দেখতে আসার আবেদন করেছেন।

আরো পড়ুন:নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়লো

এর আগে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে বলে ইসিকে জানিয়েছে। বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করেছিলাম, কমিশন তা অনুমোদন করেছে। বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য এই সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি