রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) রংপুর নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।
আরো পড়ুন:গুজব ছড়াতে বিএনপি টাকা দেয় : তথ্যমন্ত্রী
মনোনয়নপত্র সংগ্রহ শেষে আজমল হোসেন বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন। মনোনয়নপত্রটি রাতেই ঢাকায় জি এম কাদের কাছে পৌঁছানো হবে।
আরো পড়ুন:জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু
এর আগে, সোমবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও নির্বাচনে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি, কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।