ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে খবরটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
আরো পড়ুন:গাজা বিপদের মুখে, আমরা বসে থাকতে পারি না : এমিনি এরদোগান
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানার এক মিনিটের মধ্যে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে ৬.৯ এবং ১১টা ৫৪ মিনিটে ৭ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। সেই সঙ্গে কোনো ধরণের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
আরো পড়ুন:থানা থেকে ৬০ বোতল মদ উধাও, গ্রেপ্তার ‘ইঁদুর’!
বান্দা সাগর হলো ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা চারটি সাগরের একটি যা প্রশান্ত মহাসাগরে গিয়ে মিলেছে। এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।