খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কার্গো ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক কার্গোর আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা গ্রহণ করে।
আরো পড়ুন:বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন
পুলিশের ডিআইআইও (ওয়ান) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিভিন্ন পরিবহনের যাত্রীদের সহায়তায় আমাদের টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
আরো পড়ুন:গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন