ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।
আরো পড়ুন:ট্রাকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু
তিনি জানান, কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানচালক এ ঘটনার পর পালিয়ে গেছেন।
আরো পড়ুন:বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৪
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।