সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লিগের নক-আউটে রিয়াল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরও একটি দারুণ জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। আক্রমণভাগের সবার দলগত পারফরম্যান্সে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে দুই ম্যাচ হাতে রেখেই নক-আউট পর্ব নিশ্চিত করেছে সর্বাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবটি। বুধবার (৮ নভেম্বর) রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রুপ পর্বের ম্যাচটিতে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে একটি করে গোল করেন ব্রাহিম দিয়াস, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

আরো পড়ুন:লিটনের ওপর চটেছেন পাপন

রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি নিয়মিত খেলোয়াড়দের অনেককেই প্রথম একাদশের বাইরে রেখেছিলেন। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল এমন চিন্তাভাবনা তো ছিলই, সে সঙ্গে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি অনিয়মিতদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরো পড়ুন:আজও বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

তারপরও তাদের সহজ জয়ে কোনো সমস্যা হয়নি। ‘সি’ গ্রুপে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বাধিকবারের চ্যাম্পিয়নরা। ৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ ষোলোতে গেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এখনো নিশ্চিত হয়নি লস ব্লাঙ্কোসদের। রিয়াল মাদ্রিদ আগামী ম্যাচে ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে। এ ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি