ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বাগানবাড়ি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান মোল্লা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার জারু মোল্লার ছেলে।
আরো পড়ুন:পল্টনে ২০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কচির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে।