ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে আট ভারতীয় নৌ কর্মকর্তার মৃত্যুদণ্ড মওকুফের জন্য আবেদন করেছে ভারত। কাতারের আদালতে এ আবেদন করার কথা স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। একই সঙ্গে সাবেক এ সেনাদের মুক্তি চেয়েছে ভারত। সাজাপ্রাপ্ত ভারতীয়দের মধ্যে নভতেজ সিং গিল, বীরেন্দ্র কুমার ভার্মা এবং সৌরভ, যাদের সকলেই ক্যাপ্টেন এবং অমিত নাগপাল, পূর্ণেন্দু তিওয়ারি, সুগুনাকর পাকালা, এবং সঞ্জীব গুপ্ত, যারা কমান্ডার পদে অবসর নিয়েছেন।
আরো পড়ুন:মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
সূত্র জানায়, কিছু নাবিক ইতালীয় প্রযুক্তির উপর ভিত্তি করে স্টিলস সাবমেরিন তৈরির একটি সংবেদনশীল প্রকল্পে কাজ করছিলেন। সেই প্রকল্পে থেকেই তারা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি করে আসছিল বলে অভিযোগ আনে কাতাদের আদালত। তবে এ আটজনের পরিবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে। আগস্টে এই আট ভারতীয়কে আটক করে কাতার। ভারতীয় নৌ কর্মকর্তারা কাতারের দাহারা গ্লোবাল টেকনোলজি এবং কন্সালটেন্সি সার্ভিসে কর্মরত ছিলেন। বেসরকারি সংস্থা দাহারা কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং এ সম্পর্কিত পরিষেবা প্রদান করে।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অভিযুক্তদের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছেন। এছাড়া একই দিনে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হরি কুমার তাদের মুক্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন।