শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৫ অপরাহ্ন

নির্বাচনই গণতন্ত্রের বাহন ও প্রাণ : সিইসি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে নির্বাচনই গণতন্ত্রের বাহন এবং প্রাণ।

আরো পড়ুন:নির্বাচনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:এখনও তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে : ইসি সচিব

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের ভোট প্রদানের স্বাধীনতা যাতে ব্যহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন দেশের আগ্রহ আছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি