জার্মানির একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ওই হামলাকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে। নিহত এবং হামলাকারী দুই কিশোরের বয়সই ১৫ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অফেনবুর্গ শহরে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত ও হামলাকারী দুজনেরই বয়স ১৫।
আরো পড়ুন:আমিনুল-মিরাজসহ বিএনপির তিন নেতা কারাগারে
তদন্তকারীরা বলছেন, হামলাকারী দুপুরের দিকে শ্রেণিকক্ষে ঢুকে ওই শিক্ষার্থীর কাছে গিয়ে বন্দুক দিয়ে গুলি করে। পরে তাকে শিক্ষার্থী হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যায়। হামলার সময় স্কুলে প্রায় ১৮০ জন শিক্ষার্থী ছিল। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরো পড়ুন:একক ভিসা চালুর সিদ্ধান্ত জিসিসির
পুলিশ এবং প্রসিকিউটররা মনে করছেন, সন্দেহভাজন একাই হামলাটি ঘটিয়েছে। অভিযুক্ত অপরাধী ও নিহত শিক্ষার্থী একে অপরকে আগে থেকে চিনতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। দুই নাবালকের মধ্যে দ্বন্দ্বের পেছনে ‘ব্যক্তিগত উদ্দেশ্য’ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।