মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

দল ভাঙা গড়ার খেলা শুরু হয়েছে : গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

দ্বাদশ সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বর্তমানে এ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনা। এ পরিস্থিতিতে তৈরি হচ্ছে নতুন নতুন ইস্যু। এই সময়ে দল ভাঙা গড়ার খেলাও শুরু হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

তিনি সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলে বলেন, এ মুহূর্তে রাজনীতিতে টান টান উত্তেজনা বিরাজ করছে। ক্ষমতাসীনরা যাই করুক না কেন, দেশ ও জাতির জন্য বেদনাদায়ক হয়ে যাচ্ছে। বর্তমানে মেজর হাফিজ কেন্দ্র করে যেসব বক্তব্যে এসেছে, তার সূত্রপাত হয়েছে— তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে কেন্দ্র করে। তথ্যমন্ত্রী বলেছিলেন— মেজর (অব.) হাফিজের নেতৃত্বে আরেকটি দল আসছে।

আরো পড়ুন:পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির হাত আছে : ওবায়দুল কাদের

গত ৮-১০ বছর ধরে বিএনপিকে ভাঙার জন্য নানা চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ।বিশেষ করে বিএনপির যারা ত্যাগী নেতা, হয়তো বিভিন্ন কারণে দল থেকে একটু দূরে আছেন তাদের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে মেজর হাফিজকে নেতা বানিয়ে একটি নতুন দল গঠন করে অথবা বিএনপির যে অভ্যন্তরীণ একটি ক্যু সেটিকে কাজে লাগিয়ে তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখা, বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা এবং পুরো বিএনপির নেতৃত্ব থেকে জিয়া পরিবারকে আউট করে সাময়িক কিছু অর্জন করার চেষ্টায় লিপ্ত সরকার। এটি নিয়ে হয়তো অনেকে কাজ করছে এবং পরিকল্পনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি