২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চলতি মাসে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২২ নভেম্বর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের আগে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ১৭ নভেম্বর খেলবে লিওনেল মেসিরা।
আরো পড়ুন:চ্যাম্পিয়নস লিগের নক-আউটে রিয়াল
শনিবার (১১ নভেম্বর) সকালে এই দুটি ম্যাচ ঘিরে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত এই দল থেকে বাদ পড়েছেন গেল মাসে ডোপিং টেস্টে পজেটিভ আসায় দু’বছরের জন্য নিষিদ্ধ বিশ্বকাপজীয় উইঙ্গার আলেহান্দ্রো গমেজ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্রান্সিসকো ওর্তেগা ও পাবলো মাফেও। ২০১৯ সালে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ও শেষ অলিম্পিক দলের সদস্য ছিলেন ফ্রান্সিসকো ওর্তেগা। আর স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন পাবলো মাফেও।
আরো পড়ুন:হাসপাতালে বেজবাবা সুমন
আর্জেন্টিনা স্কোয়াড :
এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জুয়ান মোসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, নাহুয়েল মলিনা, জার্মান পাজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারদেস, গুইদো রদ্রিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকুয়েল প্যালাসিও, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পাওলো দিবালা, অ্যাঞ্জেলো ডি মারিয়া, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস ও লুকাস ওকম্পাস।