মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস চুপসে গেছে : ড. মঈন খান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ২০২৪ সালে এসে এখন ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। এখন ২০১৪ বা ২০১৮ সাল নয়। শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ড. মঈন।

আরো পড়ুন:বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এ সদস্য বলেন, এ মুহূর্তে সরকার একতরফা তপশিল ঘোষণা করলে তারা পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।

আরো পড়ুন:জবি উপাচার্য ইমদাদুল হক আর নেই

তিনি আরও বলেন, সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি