শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

দোহাজারি-কক্সবাজার রেল লাইনসহ ১৬টি প্রকল্প উদ্বোধন করতে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে আকাশ পথে কক্সবাজারে পৌঁছান তিনি।

আরো পড়ুন:আজ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান কক্সবাজার বিমাবন্দর থেকে সড়ক পথে আইকনিক রেলস্টেশনে যাবেন। সেখানে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেল লাইন রেল চলাচলের জন্য উন্মুক্ত করবেন এবং কক্সবাজারে আইকনিক রেলস্টেশন উদ্বোধন করবেন।

এরপর রেলযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামু স্টেশন যাবেন। সেখান থেকে সড়ক পথে রামু সেনানিবাস হয়ে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলে যাবেন। চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি