মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পূর্বাহ্ন

কোরিয়ান গায়িকার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কোরিয়ার পপ সেনসেশন কিম নাহির রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। কী কারণে প্রাণ গেল নাহির সেটা এখনও স্পষ্ট নয়। গায়িকার মৃত্যু নিয়ে রয়েছে রহস্য। জানা গেছে, গত ৯ নভেম্বর মারা গেছেন নাহি। তবে গায়িকার পরিবার বা এজেন্সি থেকে এখনও তার মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর মধ্যেই শুক্রবার (১০ নভেম্বর) গিয়ংগি প্রভিন্সের পেয়ংগটায়েকে নাহির শেষকৃত্য সম্পন্ন হয়।

আরো পড়ুন:এ আর রহমানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি অজয় চক্রবর্তীর

এদিকে মৃত্যুর ঠিক দুদিন আগে গত ৬ নভেম্বর ইনস্টাগ্রামে চারটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছিলেন নাহি। ওই ছবিগুলো ছিল- তার শহরের ছবি, নিজের ছবি, বিড়াল ও তার পোষ্য কুকুরের ছবি। এটি দেখে মন কাঁদছে ভক্তদের। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে নাহির শেষ পোস্ট।

আরো পড়ুন:শুভর নতুন সিনেমা ‘নীলচক্র’

২০১৯ সালে মাত্র ২০ বছর বয়সে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন নাহি। ‘ব্লু সিটি’ নামে একটি গান তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। নিজস্ব ইউটিউব চ্যানেলেই মুক্তি পেত নাহির গান। গত জুলাই মাসে মুক্তি পেয়েছিল নাহির শেষ সিঙ্গেল গান ‘রোজ’। ব্যাপক সাড়াও ফেলেছে গানটি। নাহির অকাল মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি