শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

দেশে গণতন্ত্র নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান পদ্ধতিকে এগিয়ে নেওয়াকে গণতন্ত্রের এগিয়ে যাওয়া বলা যায় না। শনিবার (১১ নভেম্বর) দলের বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশ কোথায় যাবে তা নিয়ে মানুষ চিন্তিত। আমরা চাই সরকার ব্যবস্থা এমন হবে তাতে সরকার পরিবর্তন হলেও স্থিতিশীলতা নষ্ট হবে না। স্থিতিশীলতা এলেই বিদেশিরা বিনিয়োগ করতে আসবে।

আরো পড়ুন:ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক

বিরোধী দলের এই নেতা বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকলে, দেশের মানুষ দেশ পরিচালনার জন্য কেয়ারটেকারের মতো প্রতিনিধি নির্বাচন করবে। তারা জনগণের কথামতো দেশ চালাবে এবং জনগণ তাদের সমালোচনা করতে পারবে। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি