বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। বিটাউনে ৩১ বছর কাটিয়ে দেওয়া ‘বাজিগর’ নায়িকা এবার কলকাতার সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির নাম ‘মা’।
আরো পড়ুন:যুবরাজ সিংয়ের বায়োপিক নিয়ে আসছেন আমির খান!
‘মা’ সিনেমাটি প্রযোজনা করছেন অভিনেত্রীর স্বামী ও অভিনেতা অজয় দেবগন। তবে কাজটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি কাজল। চলতি মাসেই টিম ‘সিটি অব জয়’-এর সঙ্গে কলকাতায় আসছেন এই অভিনেত্রী। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে।
আরো পড়ুন:মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো ‘টাইগার থ্রি’
জানা গেছে, কাজলের মা তনুজা হিন্দি সিনেমা করলেও কলকাতার বাংলা চলচ্চিত্রে ছিলেন সাবলীল। চাচাতো বোন রানি মুখার্জি বলিউডে নিজের জমি খুঁজে পাওয়ার আগে কাজ করেছিলেন বাংলা সিনেমায়। কিন্তু কলকাতার সিনেমায় এর আগে কখনও কাজ করেননি কাজল।